সিলেট ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের বিশ্বনাথে কলেজ ছাত্রী তাসলিমা খানম রীমার (১৬) আত্মহত্যার ঘটনায় প্ররোচনা মামলার প্রধান আসামি সুমন আহমদ (২৫) ও তার মা মায়ারুন নেছাকে (৫৫) জেল হাজতে প্রেরণের নিদের্শ দেন আদালত।
বুধবার (০৪ এপ্রিল) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতের বিচারক কাকন দে’র আদালতে হাজিরা দেন সুমন ও তার মা’সহ মামলার ৬অভিযুক্তরা। এসময় সুমন আহমদ ও তার মা মায়রুন নেছার জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানো হয়। জামিন মঞ্জুর হওয়া অপর ৪জন হলেন, সুমনের বোন রেহানা বেগম (৩০), শাবানা বেগম (২৩), ভাবী রোশনা বেগম (৩০) ও ভাবী রীনা বেগম (২৬)।
চলতি বছরের গত ১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে অভিযুক্ত সুমনের প্ররোচনায় আত্মহত্যা করে কলেজ ছাত্রী তাসলিমা খানম রীমা। সিলেটের মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীতে পড়–য়া রীমা খেশবপুর বিদ্যাপতি গ্রামের ডা: শাহনুর হোসাইনের মেয়ে। আর অভিযুক্ত সুমন লামাকাজি ইউনিয়নের তথ্য-ই সেবাকেন্দ্রের উদ্যোক্তা এবং একই গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে।
ঘটনার পর ১৯ ফেব্রুয়ারি রাতে বিশ্বনাথ থানায় এ মামলাটি দায়ের করেন নিহত রীমার বাবা বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শাহনুর হোসাইন। মামলায় আত্মহত্যায় প্ররোচনাকারী পার্শ্ববর্তি বাড়ির বখাটে সুমন আহমদকে (২৫) প্রধান আসামিসহ তার পরিবারের আরও ৬জনকে অভিযুক্ত করা হয় (মামলা নং ১৫)।
কলেজ ছাত্রী আত্মহত্যার ঘটনায় প্ররোচনা মামলার প্রধান আসামি সুমন আহমদ ও তার মা মায়ারুন নেছাকে জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে বাদি পক্ষের আইনজীবি এএসএম আবদুল গফুর সাংবাদিকদের বলেন, এ মামলায় ৬ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত মামলার দুই আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন ও বাকি ৪ আসামির জামিন মঞ্জুর করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd