সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৮
সিলেট :: সিলেটকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জিন্দাবাজার পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম।
এর আগে বিকাল সাড়ে ৩ টায় জিন্দাবাজার পয়েন্ট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রারও উদ্বোধন করেন তিনি। পরে সেটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
কর্মসূচির উদ্বোধন উপলক্ষে শহীদ মিনারের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. নাজমানারা খানুম বলেন- গোটা সিলেটকে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে একটি মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। এতে সিলেটবাসীর সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন। এই পরিকল্পনাকে এগিয়ে নিতে আজ নগরীর জিন্দাবাজার থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত সড়ককে একটি মডেল রোড হিসেবে ঘোষণা করা হলো। পর্যায়ক্রমে পুরো নগরীকে এর আওতায় আনা হবে। গুরুত্বপূর্ণ এই সড়কটিকে মডেল রোড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেট চেম্বার অব কর্মাস এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসা পাওয়া দাবি রাখে। সিলেট বিভাগীয় প্রশাসন এমন উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা করবে।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব এবং সিলেট মহানগর পুলিশের ডিসি (নর্থ) ফয়সল মাহমুদ।
এসময় সিলেট চেম্বারের পরিচালক, সদস্যবৃন্দসহ জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকার বিভিন্ন বিপনিবিতানের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd