বিছনাকান্দিতে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় নিহত১ আহত ৩

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার গো-চর ভূমি থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন করতে গিয়ে গর্তের পাড় ধসে মাটি চাপায় আলিনুর (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। সে হবিগঞ্জের বানিয়াচং থানার গুনই গ্রামের আরিফ মিয়ার ছেলে। এ ঘটনায় আরও তিনজন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে বিছনাকান্দির গো-চর এলাকায় লিটন ও এনামের গর্ত থেকে আলিনুর সহ কয়েকজন শ্রমিক পাথর উত্তোলন করে আসছিল। এ সময় হঠাতই গর্তের পাড় ধসে মাটি চাপা পড়ে আলিনুরসহ চারজন জন শ্রমিক আহত হয়। গুরুতর আহত অবস্থায় আলিনুরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বিছনাকান্দি পাথর কোয়ারিতে মাটি চাপায় এক শ্রমিক নিহত ও অপর ৩ শ্রমিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..