সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮
ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্ত্রীকে মিথ্যা কথা বলে তালাকনামায় সই গ্রহণের পর শালিকাকে নিয়ে উধাও হওয়ার চার মাস পর পুলিশের হাতে আটক হয়েছে প্রতারক সাঈদ।
চার মাস পুর্বে নবম শ্রেণীর স্কুল ছাত্রী ১৫ বছরের শালিকাকে নিয়ে উধাও হয় সুনামগঞ্জ সদর উপজেলার হাসাউড়া গ্রামের আক্রম আলীর পুত্র লম্পট সাইদ আহমদ (২৫)।
জানা যায়, সাঈদ আহমদ ২০১৫ সালে বিয়ে করেন দোয়ারাবাজার উপজেলার দোহালীয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের এক মুক্তিযোদ্ধার মেয়েকে। তাদের সংসারে এক কন্যা সন্তানও রয়েছে। ৪ মাস আগে সাইদ আহমদ ব্যাংক হিসাবের জামিনদার হওয়ার কথা বলে সাদা স্টাম্পে দস্তখত নেয় স্ত্রীর। পরে তাদের বাড়িতে এসে তার শ্বশুড় শ্বাশুড়ীকে চাকরি হয়েছে বলে ওই স্টাম্পে তাদেরও স্বাক্ষর নেয়।
পরে লম্পট সাঈদ সাদা স্টাম্পে তালাকনামা লিখে কোর্টে জমা দিয়ে শালিকাকে নিয়ে সুনামগঞ্জে তার আত্মীয়ের বাসায় বেড়ানোর কথা বলে গত বছরের ২৭ সেপ্টেম্বর উধাও হয়ে যায়। এ ঘটনায় শ্বশুড় তার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
বুধবার ঢাকার নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার বালিপাড়া এলাকা থেকে তাদের আটক করেন দোয়ারা থানার এসআই মঞ্জুরুল আলম। বৃহস্পতিবার দোয়ারা থানা থেকে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
সাইদের স্ত্রী বলেন, ‘আমি কোন তালাকনামায় দস্তখত দেইনি। সে আমার সাথে প্রতারণা করেছে।’
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি সুশিল রঞ্জন দাস বলেন, ‘গত চার মাস ধরেই তারা পালিয়ে আত্মগোপনে ছিল। আমরা মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত করে আটক করতে সক্ষম হই।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd