পর্যটন নগরী জাফলংয়ে চলছে রমরমা জুয়া (ভিডিওসহ)

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : পর্যটন নগরী গোয়ানঘাটের জাফলং লুটতরাজের সম্রাজ্যে পরিনত হয়েছে। অবাধে চলছে চাঁদাবাজি, জুয়া এমনকি পর্যটকদের কাছ থেকে সর্বস্ব লুটপাট।

তথ্যানুসন্ধানে জানা যায়, জাফলং মামার দোকান এলাকার মেলার মাঠে ও নদীর পারে গড়ে উঠেছে জুয়াড়ীদের আস্তানা।
এসব জুয়ার নেতৃত্ব দিচ্ছে পূর্ব জাফলং ইউনিয়নের নয়বস্তি গ্রামের হানিফ ও পাথর টিলার আসু মিয়া তারা বিভিন্ন নেতার পরিচয় দিয়ে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে অনৈতিক কার্যকলাপ।

জানা যায়, প্রাকৃতিক কন্যা জাফলং এখন দীর্ঘদিনের ঐতিহ্য হারাতে বসেছে। অতীতে পর্যটন প্রেমীরা জাফলং বেড়াতে আসলে কোন প্রকার বিড়ম্বনার শিকার হতে হয়নি। কিন্তু এখন চিত্রটা ভিন্ন। হানিফ ও আসু মিয়ার কিছু আড়ালে থাকা গডফাদারদের সেল্টারে সেই জাফলংয়ে এখন চলছে নানা অপকর্ম। তাদের অপরাধের স্পটগুলো হলো জাফলং মামার দোকান, ভল্লাঘাট ও জুমপাড়।

সিলেটের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র প্রকৃতি কন্যা জাফলংয়ে দিনে-দুপুরে প্রশাসনের চোখে ধুলো দিয়ে প্রকাশ্যে চলছে ভয়ানক জুয়া খেলা । বিস্তারিত ভিডিওতে দেখুন———-

https://www.youtube.com/watch?v=VNIkDhTQkmo

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..