সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:00 PM, January 21, 2018
Sharing is caring!
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গলায় ফাঁস দিয়ে শিপুল রাম দাশ নামের এক রেস্টুরেন্ট কর্মচারী আত্মহত্যা করেছে। আত্মহননকারী যুবক জৈন্তাপুর উপজেলার গাতি গ্রামের সুনীল রাম দাস’র ছেলে ও সাবেক এমপি নাজিম কামরানের মালিকানাধীন ক্যাফে সংগ্রাম রেষ্টুরেন্টের কর্মচারী।
পুলিশ সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে জাফলংয়ের সংগ্রাম পুঞ্জিতে অবস্থিত ক্যাফে সংগ্রাম রেষ্টুরেন্টের কর্মচারীদের শয়ন কক্ষে সবার অজান্তে শিপুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানার এস আই সমিরন দাশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
………………………..
Design and developed by best-bd