গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮

সিলেট :: সিলেটের গোয়াইনঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‌্যাব)।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্র জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলার গোয়াইনঘাট থানাধীন রুস্তুমপুর ইউনিয়নের লামা হাদারপাড় ভৈরবী বস্তির চাঁন মিয়ার বসত ঘরের ভিতর হতে ১২৩ বোতল ম্যাক ডুয়েলস্ (বিদেশী মদ), ৩৪ বোতল অফিসার্স চয়েজ, ১৬ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

এসময় ভৈরবী বস্তির মৃত আব্দুল হাসেমের ছেলে চাঁন মিয়া র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

র‌্যাব জানিয়েছে- সে এলাকায় অনেক দিন যাবত আইন শৃংখলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। তার এমন কর্মকান্ডে যুব সমাজ ধংসের দিকে ধাবিত হচ্ছে। পলাতক আসামীর বিরুদ্ধে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..