সিলেট ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮
সিলেট :: আগামী ১ ফেব্র“য়ারি হযরত আল্লামা আব্দুর রহমান বর্নী (রহঃ) ইছালে সওয়াব মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে বুধবার রাত ৮টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
রহমানিয়া ওভারসীজের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মাওলানা আব্দুল আলিম ছাহেবজাদায়ে বর্নীর সভাপতিত্বে ও সিলেট ইসলামী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনুজমানে আল ইসলাহ’র মহাসচিব একেএম মনোহর আলী। এসময় তিনি বলেন, হযরত আল্লামা আব্দুর রহমান বর্নী (রহঃ) তরীকত জগতের একজন সূর্য ছিলেন। তিনি আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী (রহ:) খলিফাদের মধ্যে অন্যতম ছিলেন। তাঁর ইছালে সওয়াব মাহফিল বর্তমান মুসলিম সমাজকে অপসংস্কৃতি ও বাতিলপন্থিদের হাত থেকে রক্ষা করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির আল আজহারী ছাহেবজাদায়ে বর্নী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাব এর সহ সভাপতি খাজা মইনুদ্দিন আহমদ জালালাবাদী, আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন, পাহাড়ি টি কোম্পানী লিমিটেডের পরিচালক এস.এম.এন ইসলাম মনির প্রিন্সিপাল এখলাছুর রহমান, লেখক গবেষক সৈয়দ মবনু, , সিলেট মহানগর তালামীযের সাধারণ সম্পাদক আহমদ শরীফ, সিলেট ৭১ নিউজ ডটকমের সম্পাদক তাহের আহমদ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা ইমাদ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব হোসাইন, বাকের আহমদ, কামরুল ইসলাম, আবুল হাসনাত মাহিন প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd