সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনের চাকায় কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মর্মান্তিভাবে মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৩০ হবে বলে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সিলেট রেলওয়ে থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টায় সিলেট রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিলেট রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান- ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিলেট রেলওয়ে স্টেশন প্লাটফর্মে থামার আগেই নামার চেষ্টা করে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান ওই যাত্রী। এ নিয়ে যাত্রীদের মধ্যে হুলস্থূল শুরু হয়। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ট্রেনটি স্টেশনে ঢোকার সময় ট্রেনের ছাদে থাকা ওই লোকটি নিচে নামতে গিয়ে পা পিছলে ট্রেনের চাকার নিচে কাটা পড়ে। পরে মৃতদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, তবে মৃতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd