সিলেটে উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৮

সিলেট :: সারাদেশের ন্যায় সিলেটেও শুরু হয়েছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা। মেলা চলবে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে শনিবার (১৩ জানুয়ারি) পর্যন্ত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন।

এর আগে মেলা উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় থেকে তৃতীয় জাতীয় উন্নয়ন মেলার বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণ রিকাবিবাজার মোহাম্মাদ আলী ইনডোর জিমনেশিয়ামে গিয়ে শেষে হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট পর্বে উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। জেলা প্রশাসক রাহাত আনোয়ারেরর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এছাড়া উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলায় ৮৪টি প্রতিষ্ঠান ১০০টি স্টল রয়েছে। ১৪টি প্রতিষ্ঠান দিচ্ছে সরাসরি সেবা। মেলায় স্থানীয় ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..