সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুরে ২ লাখ ভারতীয় রুপিসহ এক হুন্ডি ব্যবসায়ী ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের সুরুজ মিয়ার ছেলে সীমান্তবর্তী চানঁপুর বাজারের স্টেশনারী ব্যবসায়ী বিল্লাল হোসেন ও তার সহযোগী পার্শ্ববর্তী বড়গোপ টিলার আলাউদ্দিনের ছেলে রাশিদ মিয়া।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমিনুর মঙ্গলবার সন্ধ্যায় যুগান্তরকে জানান, এসআই ইমাম হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেজে মঙ্গলবার সন্ধ্যায় বিল্লালের কাছ থেকে বাংলাদেশি টাকার বিনিময়ে এক লাখ ৯৯ হাজার তিনশ’ ভারতীয় রুপী ক্রয় করে।এ সময় বিল্লালের হেফাজত থেকে বাংলাদেশি মুদ্রা এক লাখ পাঁচ হাজার টাকাও উদ্ধার করা হয়। এরপরই বিল্লাল ও তার অপর সহযোগী রাশিদকে ডিবি পুলিশ গ্রেফতার করে।
বিল্লাল কয়েক বছর ধরেই সীমান্তের এপার-ওপারের চোরাচালানীদের কাছে ভারতীয় রুপি লেনদেন করে আসছিলো বলে ডিবির অভিযানে নেতৃত্ব দেয়া এসআই ইমাম যুগান্তরকে নিশ্চিত করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd