সিলেট ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৮
রাশেদ আহমদ : সিলেট-তামাবিল জাফলং মহাসড়কের জৈন্তাপুর-জাফলং অংশের সংস্কার কাজের জন্য মঙ্গলবার একনেকের সভায় ১৯০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে।
একনেকের সভায় এই প্রকল্প অনুমোদন হওয়ায় ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জৈন্তা-জাফলং সড়ক উন্নয়নে ১৯০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
তিনি বলেন, এই প্রকল্প অনুমোদন হওয়ায় পর্যটন এলাকা জাফলংসহ তামাবিল স্থল বন্দর এলাকায় সড়কের যে সমস্যা সৃষ্টি হয়েছিল তার অচিরেই সমাধান হবে।
এদিকে এই প্রকল্প অনুমোদন হওয়ার খবরে এলাকার ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই উল্লসিত। তারা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও সংসদ সদস্য ইমরান আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd