সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট এয়ারর্পোট থানায় অপহরণ ও চাদাবাজী মামলার আসামী হেলালকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত আনুমানকি ১০টায় এয়ারর্পোট থানার এস আই সাব্বির আরফাত সঙ্গীয় ফোর্স নিয়ে জালালাবাদ থানাদিন তেমুখী পয়েন্ট থেকে হেলালকে আটক করেন। উল্লেখ্য খাদিমনগর ইউনিয়নের বড়শালা গ্রামের মৃত সুরুজ আলী পুত্র হেলাল।
গাড়ী অপহরণ ও চাদাবাজী মামলার আইও এস আই সাব্বির আরাফাত বলেন, এয়ারর্পোট থানার মামলা নং ৪/২০১৭। গাড়ি অপহরণ ও চাদাবাজী মামলায় হেলাল আহমদকে আটক করা হয়েছে। তিনি বলেন,এ মামলার দুই নম্বর আসামী । বাকী আসামীদেরকে আটক করা চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে এ মামলায় আটক হেলালকে ইতিমধ্যে আদালতে প্রেরন করা হয়েছে।
এদিকে মামলার বাদী পারভীন বেগম জানান, সন্ত্রাসী হেলাল আমার স্বামী হাফিজ মাওলানা গৌছ উদ্দিনের উপর হামলা ও বাসায় এসে জিম্মি করে জোরপূর্বক চেক, নগদ টাকা ও গাড়ীর কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় আমি এয়ারর্পোট থানায় অভিযোগ দায়ের করি। শুনেছি গতকাল পুলিশ হেলালকে আটক করেছে। আমি বাকী আসামীদেরকে আটক করার জন্য আহবান জানাচ্ছি এবং অপরাধিদের শাস্তি দাবী করছি।
………………………..
Design and developed by best-bd