সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৮
সিলেট :: গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মেজরটিলা সুর নিকেতন সাংস্কৃতিক একাডেমি সিলেটের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সকালে বিমল করের নির্দেশনায় ও দিপীকা দেবের গ্রন্থনা ও উপস্থাপনায় মুক্তাক্ষরের শিক্ষার্থীরা আবৃত্তি পরিবেশন করে।
কবি নাসির মাহমুদের খুকি ও চড়–ইয়ের পিঠা উৎসব আক্তার হোসেনের হাপ্পুস হুপ্পুস, বিমল করের এই মেয়ে পথ হবি, মিহির কান্তি রাউত এর দুস্তি, হুমায়ূন সারওয়ারের সরি ও রাজার মেজাজ কবিতায় আবৃত্তি পরিবেশন করা হয়। আবৃত্তি পরিবেশনায় ছিলেন প্রিয়াশ্রী কর পিউ, পুনম কর পূজা, বহ্নি, প্রান্ত ও স্বপ্ন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd