সিলেটে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮

সিলেট :: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক এ.টি.ইউ. তাজ রহমান বলেছেন, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন প্রমাণ করেছে জাতীয় পার্টির জনপ্রিয়তা বেড়েছে। ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হুসাইন মুহম্মদ এরশাদ আজ থেকে ৩২ বছর আগে জাতীয় পার্টি গঠন করে ৬৮ হাজার গ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ শুরু করেন। সময় এসেছে হুসাইন মুহম্মদ এরশাদের নেতৃত্ব সরকার গঠনের মাধ্যমে দেশের উন্নয়নকে তরান্বিত করার।

১ জানুয়ারী সোমবার দুপুরে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দুপুর ১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নগরীর সুরমা মার্কেট পয়েন্টে আয়োজিত পথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলার সদস্য সচিব মো. উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ, কেন্দ্রীয় সদস্য সাইফুদ্দীন খালেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামমী, যুগ্ম আহবায়ক এম.এ মালিক খান, এডভোকেট মাওলানা আব্দুর রহমান চৌধুরী, আলতাফুর রহমান আলতাফ, সোহেল আহমদ, সদস্য আব্দুর রহমান বারাকাত ও জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির আহমদ, জাপা নেতা আরশ আলী বাবুল, মোঃ দৌলা মিয়া, মোঃ নিমার আলী, মামুন আহমদ, আঙ্গুর আলী, ফারুক আহমদ, সাবেল আহমদ, আনহার আলী, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, যুব সংহতির নেতা আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোঃ আল আমীন, ছাত্রনেতা মঞ্জুরুল ইসলাম আরিফ, আব্দুল কাদির সাজু, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক মুর্শেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির নেতা মোঃ ফয়সল আহমদ, শাহজাহান সিরাজী, মতিউর রহমান, সাহেদ আলী, কয়েছ আহমদ, বুলবুল আহমদ, আব্দুল জলিল, অঙ্গুর আলী, ফয়জুর রহমান গেদুল প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..