কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাব্বির; জরিমানা ২০ লাখ

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮

ক্রাইম সিলেট ডেস্ক : শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে সাব্বির রহমানকে। সোমবার (০১ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে এ ব্যাপারটি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

জাতীয় চুক্তি থেকে বাদ পড়ার পাশপাশি ২০ লাখ টাকাও জরিমানা করা হয়েছে সাব্বিরকে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে আগামী ছয় মাস তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজশাহীতে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে এক কিশোরকে লাঞ্ছিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এই হার্ডহিটার ব্যাটসম্যান। ছাড়েননি ম্যাচ রেফারিকেও। কেন তিনি এমন অন্যায় করলেন? জানতে চাইলে তাকে হুমকি ধামকি দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগ বরাবর ম্যাচ রেফারির দেয়া প্রতিবেদন অনুযায়ী, সাব্বির বিসিবি’র আচরণবিধির লেভেল-৪ ভঙ্গ করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..