সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭
সিলেট :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, মেলা দিয়ে নতুন নতুন দেশ খোঁজতে হবে। আমাদের দেশীয় শিল্পের চাহিদা বাড়াতে হবে। আমাদের দেশীয় শিল্প, আমাদের সম্পদ উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের দেশীয় পণ্যকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশীয় পণ্য তৈরীতে নতুন নতুন উদ্যোক্তা খোঁজে বের করতে হবে। এটি করা গেলে স্বনির্ভরতা আসবে। বেকারত্ব সমস্যার সমাধানও হবে। গতকাল রোববার মন্ত্রী সিলেট আন্তর্জাতিক বানিজ্য মেলা পরিদর্শন কালে এ কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এসএমসিআই) সভাপতি হাসিন আহমদ, বানিজ্য মেলার আহবায়ক আব্দুল জব্বার জলিল, এসএমসিআইর সহ সভাপতি হুরায়রা ইফতার হোসেন, সাবেক পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মেলার সমন্ব¦য়কারী এমএ মঈন খান বাবলূ, রাহাত তরফদার, জাহাঙ্গীর হোসেন, আলতাফ হোসেন প্রমূখ। পরে মন্ত্রী মেলায় বেশ কিছু স্টল ঘুরে দেখেন। বিশেষ করে তিনি দেশীয় হস্তলিল্প প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd