সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭
ক্রাইম ডেস্ক : ভারতের রাজস্থানে শনিবার সকালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে গেছে। এতে অন্তত ২৭ জন নিহত এবং আহত হয়েছেন আরো প্রায় ২৪ জন। রাজস্থান রাজ্যের সাওয়াই মধুপুরের ধুবিতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। জানা যায়নি দুর্ঘটনার কারণ।
তবে সামাজিক মাধ্যমে পাওয়া দুর্ঘটনাকবলিত বাসটির ছবিতে দেখা যায়, সাদা রঙের বাসটি উদ্ধারে বেশ কয়েকজন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভেতরে কেউ জীবিত রয়েছেন কিনা তাও খুঁজে দেখা হচ্ছে।
জানা গেছে, বাসটি জয়পুর থেকে মাধোপুরের দিকে যাচ্ছিল। সোয়াই মাধোপুরের কাছে ধুবি এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে নদীতে পড়ে যায় দ্রুতগতিতে থাকা বাসটি। প্রবল শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেছে। খবর পেয়ে সেখানে আসে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরাও।
নদীতে পানি বেশি থাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। বাকিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আরও ১৫ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। সুত্র : টাইমস অফ ইন্ডিয়া
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd