সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:32 PM, December 18, 2017
Sharing is caring!
ক্রাইম ডেস্ক : চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে মেজবান খেতে গিয়ে কমিউনিটি সেন্টারের ঢালু স্থানে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছে। এসময় প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন।
নিহতরা হচ্ছেন ঝন্টু দাশ (৪৬), সুধির দে (৪৩), কৃঞ্চ প্রসাদ (৩৮), প্রদীপ তালুকদার (৪৬), লিটন দেব (৩৯), টিটো (৩৬), অলক ভৌমিক (৪৪), দীপঙ্কর (৪৬) রাহুল দাস (৩৪), ধনা শীল (৪৭)। চমেক হাসপাতালের ডা. ফয়সল ইকবাল ও ডিএমপি কমিশনার ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও রয়েছেন বলে জানিয়েছে নিহতদের সহপাঠীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, নিহতের নাম রাহুল দাশ। তিনি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। এদিকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অর্পণ নামের আরেকজন শিক্ষার্থীও গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালের আইসিইউ’তে রয়েছেন। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ট্রেনের বগিভিত্তিক সমমনা সংগঠন সিক্সটি নাইনের সক্রিয় কর্মী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে রাজনীতি করতাম। বন্ধুমহলে এখন শোকের ছায়া নেমে এসেছে।’
………………………..
Design and developed by best-bd