সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : শ্রীপুর পাথর কোয়ারীতে হামলায় নিহত হোসেন অাহমদ হত্যা মামলার এজাহার ভূক্ত ২অাসামী সহ ৩জনকে অাটক করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে জানায়- হোসেন হত্যা মামলার এজাহার ভূক্ত ৫৪নং অাসামী জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষীপুর গ্রামের ডা. অাবুল কাশেমের ছেলে অাব্দুল করিম(২৮) ০৪নং অাসামী জৈন্তাপুর ইউনিয়নের অাদর্শগ্রামের রজব অালীর ছেলে মাইজুল ইসলাম(৩০) সহ এবং ১নং লক্ষীপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সাইদুল ইসলাম সেহেল (৩০) কে সিলেট হতে কুমিল্লা যাওয়ার প্রক্কালে সিলেট রেল ষ্টেশন হতে পুলিশ অাটক করে৷
জৈন্তাপুর থানা হেফাজতে অাটককৃতদের অানতে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ ময়নুল জাকির৷
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd