কুলাউড়ায় ৯টি বন্য হাতি আটক

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭

 

মৌলভীবাজার প্রতিনিধি : বাশ মহাল বিনষ্টকারী ৯টি বন্য হাতি আটক করেছেন মৌলভীবাজারের কুলাউড়ার এক মহালদার। পরে কুলাউড়ার নলডরি ফরেষ্ট অফিসের বিট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, বন বিভাগের কুলাউড়া রেঞ্জের অধীনস্থ কর্মধা ইউনিয়নের লবনছড়া, বেগুনছড়া ও গোগালীছড়া সরকারী বাশ মহালে ৩/৪ মাস যাবৎ মাহুত ছাড়া ১০ টি হাতির একটি দল বনাঞ্চলে বিচরন করে সরকারি ও মহালদের বিপুল পরিমাণ বাশ বিনষ্ট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে।

এমতাবস্থায় লবনছড়া, বেগুনছড়া বাশ মহালের ইজারাদার আব্দুল কাদির রুপাই মহালদার শুক্রবার বিকেলে তার মহালে প্রশিক্ষনপ্রাপ্ত হাতির মাহুত দিয়ে এক অভিযান চালিয়ে ১০ টি হাতির মধ্যে ৯টি হাতিকে আটক করতে সক্ষম হন।  পরে নলডরি ফরেষ্ট অফিসের বিট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

বন বিভাগের কুলাউড়া রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন জানান, আটক হাতির কোনো মালিক এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে মহালের ইজারাদার উক্ত হাতির দ্বারা তার বাশ মহালের ৫০ হাজার বাশ বিনষ্ট হওয়ার দাবি করে লিখিত আবেদন করেছেন বলে জানান।

এ ব্যাপারে বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডিএফও মিহির কুমার দে পূর্বপশ্চিমকে জানান, সরকারি বনাঞ্চলে কোনো ব্যক্তি মালিকানাধীন হাতি বিচরণের নিয়ম নেই। তবে সরকারি রাজস্ব পরিশোধ সাপেক্ষে ব্যক্তি মালিকানাধীন হাতি বিচরণের বিধান রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..