সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭
জানা যায়, বন বিভাগের কুলাউড়া রেঞ্জের অধীনস্থ কর্মধা ইউনিয়নের লবনছড়া, বেগুনছড়া ও গোগালীছড়া সরকারী বাশ মহালে ৩/৪ মাস যাবৎ মাহুত ছাড়া ১০ টি হাতির একটি দল বনাঞ্চলে বিচরন করে সরকারি ও মহালদের বিপুল পরিমাণ বাশ বিনষ্ট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে।
এমতাবস্থায় লবনছড়া, বেগুনছড়া বাশ মহালের ইজারাদার আব্দুল কাদির রুপাই মহালদার শুক্রবার বিকেলে তার মহালে প্রশিক্ষনপ্রাপ্ত হাতির মাহুত দিয়ে এক অভিযান চালিয়ে ১০ টি হাতির মধ্যে ৯টি হাতিকে আটক করতে সক্ষম হন। পরে নলডরি ফরেষ্ট অফিসের বিট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
বন বিভাগের কুলাউড়া রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন জানান, আটক হাতির কোনো মালিক এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে মহালের ইজারাদার উক্ত হাতির দ্বারা তার বাশ মহালের ৫০ হাজার বাশ বিনষ্ট হওয়ার দাবি করে লিখিত আবেদন করেছেন বলে জানান।
এ ব্যাপারে বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডিএফও মিহির কুমার দে পূর্বপশ্চিমকে জানান, সরকারি বনাঞ্চলে কোনো ব্যক্তি মালিকানাধীন হাতি বিচরণের নিয়ম নেই। তবে সরকারি রাজস্ব পরিশোধ সাপেক্ষে ব্যক্তি মালিকানাধীন হাতি বিচরণের বিধান রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd