সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : মোগলাবাজারের সিলাম ইউনিয়নের একটি পুকুর থেকে দেশীয় পাইপগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে পাইপগানটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নস্থ মোহাম্মদপুর পশ্চিম পাড়া গ্রামের জনৈক আ: গফুর (৩৫) পিতা: চরকুম মিয়া এর বাড়ীর দক্ষিণ-পশ্চিম পাশে যৌথ মালিকানাধীন পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ করার উক্ত পুকুরের কর্দমাক্ত মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান/এল.জি (দেশীয় তৈরী) পাওয়া যায়। তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) রোকেয়া খানম, এসআই সোহেল রানা, এসআই শাহাব উদ্দিন, ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের সম্মুখে অস্ত্রটি হেফাজতে নেওয়া হয়।
অস্ত্রের হেফাজতকারী/দাবীদার কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি বিধায় পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এ বিষয়টি এসআই মো: শাহাব উদ্দিন তদন্ত করছেন বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd