সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৭
ক্রাইম ডেস্ক : সিলেটে ঔষধি গাছ মনে করে গাছের পাতা খেয়ে ৯ জন অসুস্থ হয়ে এখন হাসপাতালে। অসুস্থরা সবাই একই পরিবারের সদস্য ও এরমধ্যে ৬ জনই শিশু।
মঙ্গলবার চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত হাসপাতালে নিয়ে আসায় তাদের শঙ্কামুক্ত করা গেছে। দেরি করলে বড় ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে যেত। ঘটনাটি ঘটেছে ছাতক উপজেলার মনির জ্ঞাতি গ্রামে।
পরিবারের অভিভাবক মাসুক উদ্দিন বলেন, শীতকালের রোগবালাই থেকে নাতি-নাতনিসহ পরিবারের সদস্যদের রক্ষায় বনৌষধি ভেবে কিছু লতাপাতা তুলে আনেন আমার মা। সেসব পাতা ঘুঁটে তেলে ভাজা করে বড়া তৈরি করেন তিনি।
সোমবার দুপুরে মাসহ বাড়ির সবাই এ বড়া খাই। খাওয়ার ঘণ্টাখানেক পর এক এক করে সবাই অসুস্থ হয়ে পড়ি। এ অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে গেলে তারা দ্রুত ওসমানী হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
সোমবার রাতে ওসমানীতে ভর্তির পর মঙ্গলবার আমরা অনেকটা সুস্থ হয়ে উঠি। তিনি জানান, অসুস্থ ৯ জনের মধ্যে আমার ১৪ মাসের শিশু রাফি, শাহী (২), রাহি (৪), মাহি (৬), ইভা (৮) ও ফাইজা (১০) হাসপাতালে ভর্তি রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd