সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৭
নাজমুন নাহার, মৌলভীবাজার থেকে : মৌলভীবাজার শহরের নুরজাহান প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় সদর উপজেলার একাটুনা ইউনিয়নের মনোহরকোনা গ্রামের সিন্টু পালের স্ত্রী পপী রানী পাল (১৯) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে আজ ২৬ নভেম্বর ভোর রাতে। এ রির্পোট লেখা পর্যন্ত মৃতঃ পপি রাণী পাল এর লাশ মৌলভীবাজার মডেল থানায় রয়েছে এবং নুরজাহান প্রাইভেট হাসপাতালের পরিচালক মোঃ তোহাহিদ মিয়াকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সিন্টু পালের ছোট ভাই মিন্টু পাল ও পপি রাণী পাল জানান, গত শুক্রবার সন্ধায় সন্তান সম্ভাব্য পপী রানী পালকে নুরজাহান প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে হাসপাতাল কর্তপক্ষ ও কর্তব্যরত ডাক্তার অস্ত্রোপাচারের জন্য বলেন। রাত নয়টার দিকে সদর হাসপাতালের সার্জারি ডাক্তার ফারজানা হক পর্ণা অস্ত্রোপাচার করেন। অস্ত্রোপাচারের পর তার এক পুত্র সন্তানের জন্ম হয়। তারপর থেকেই রোগীর (নুরজাহান প্রাইভেট হাসপাতাল রেজিঃ নং- ১৫১৭৩, কেবিন নং-৪০১) প্রচুর ব্লাডিং শুরু হয় এবং প্রশ্রাব বন্দ হয়ে যায়। এ সময় অধিক রক্তক্ষরণের কারণে রোগীকে ৮ ব্যাগ রক্ত দেওয়া হয়। রোগীর অবস্থা আরো গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে উন্নত চিকিৎসার নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৌলভীবাজারে রোগীর ভুল অপারেশনের কথা উল্লেখ করে সূচনীয় অবস্থায় ঢাকায় স্থানান্তরিত করার পরামর্শ দেন। গেলে সেখানে রোগীকে না রেখে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। সেখান থেকে পার্কভিউ হাসপাতালে নিয়ে গেলে আজ ২৬ নভেম্বর রাত সাড়ে তিনটার দিকে পপী রানী পাল (১৯) মৃত্যুবরণ করে। সকালে রোগীর আত্নীয়-স্বজনসহ স্থানীয় এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। নুরজাহান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তোয়াহিদ মিয়া জানান- রোগীর ব্লাডিং হয়েছে, পরে তারা হাসপাতাল থেকে চলে যেতে চাইলে আমরা রেফার দিয়ে দেই। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহাম্মদ জানান- পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করেছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd