সিলেট ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সারাদেশের মধ্যে সিলেট বিভাগে এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এর অন্যতম কারণ দেশের অন্য অঞ্চলের তুলনায় সিলেটে অভিবাসীর সংখ্যা বেশি। আজ রবিবার দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফের সহযোগিতায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ আয়োজিত ‘অভিবাসী ও স্বাস্থ্য’ শীর্ষক সেমিনারে এমন তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশ’র এইচআইভি স্পেশালিস্ট ডা. জিয়া উদ্দিন, ইউনিসেফ সিলেট অঞ্চলের প্রধান ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা ইসলাম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্টেটিক্স এন্ড গাইনোকলজি বিভাগের প্রধান প্রফেসর ড. দিলীপ কুমার ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম হোসেন ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd