সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:43 PM, November 15, 2017
Sharing is caring!
নগরীতে ‘চুরি করতে গিয়ে’ চার তলার ছাদ থেকে পরে এক যুবক আহত হয়েছেন। বর্তমানে সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১ টার দিকে নগরীর কাজলশাহ এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, কাজলশাহ এলাকার বাসিন্দা ব্যবসায়ী ইকবালের বাসায় চুরি করতে সে বাড়ির ভিতরে ঢুকলে বাসার কাজের ছেলে তাকে দেখে ফেলায় সে দ্রুত পালানোর সময় চতুর্থ তলা থেকে নিচে পড়ে গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার কর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে প্রত্যক্ষদর্শী কয়েকজনের দাবি এসময় তার কাছ থেকে চুরিকৃত কিছু মালামালও পাওয়া যায়।
ওসি গৌছুল হোসেন সন্দেহভাজন চোরের বিস্তারিত নাম-পরিচয় জানাতে না পেরে বলেন, তার কোমর এবং হাত পা ভেঙ্গে গছে। সে বর্তমানে ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছে।
তিনি আরো বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।
………………………..
Design and developed by best-bd