সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১১ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭
Sharing is caring!
আজমিন নাহার, ঢাকা থেকে : বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে সোমবার সাংবাদিকতার নীতিমালা, আচরনবিধি ও সংবাদ পত্র সংশ্লিষ্ট আইনসমূহ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের সিনিয়র গবেষক শামীমা চৌধুরী, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য স্বপন কুমার দাস। প্রশিক্ষন কর্মশালায় রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ), এশিয়ান জার্নালিষ্ট চ্যারিটেবল সোসাইটি, সাব এডিটরস কাউন্সিল, জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি থেকে বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ঢাকা জেলার আরজেএফ এর সভাপতি ছিদ্দিকুর রহমান আজাদী। দ্বিতীয় পর্বে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এর পূর্বে রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
………………………..
Design and developed by best-bd