সুনামগঞ্জে ছাত্রলীগ-যুবলীগ সভাপতিসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি জাভির আহমদ জাভেরসহ ৭ জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় রবিবার চাঁদাবাজির একটি মামলা দায়ের করা হয়েছে।’

মামলায় অভিযুক্ত আসামিরা হলো- উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের কলাগাঁও গ্রামের পল্লী চিকিৎসক ডা. বশির ওরফে বুরুজের ছেলে জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি জাভের আহমদ জাভির (৩৫), তার সহোদর সোহেল আহমদ (২৫), রতনপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে জাভেরের ভগ্নিপতি মনসুর মিয়া (৩২), রঙ্গারছড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফারুক মিয়া (৩০), রতনপুর গ্রামের মস্তু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩১), তার সহোদর লিটন মিয়া (২৫) ও কলাগাঁও গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে শ্রীপুর উওর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম ইকবাল (৩০)।’

মামলার বাদী শ্রীপুর উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী বীরেন্দ্রনগর রঙ্গারছড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে শ্রমিক আবদুল কুদ্দুছ অভিযোগ করেন, বিগত মৌসুমে অকাল বন্যা ও পাহাড়ি ঢলে বাঁধ ভেঙ্গে বোরো ফসলহানির পর এলাকার কয়েক’শ হতদরিদ্র পরিবারের নারী-পুরুষ জীবন জীবিকার তাগিদে বাগলী ছড়া নদী ও অন্যান্য পাহাড়ি ছড়ার বাংলাদেশ অংশে পাথর উক্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।’

Manual6 Ad Code

মামলার প্রধান আসামি জাভের আহমদ জাবের ও সেলিম ইকবালসহ অন্যান্য অভিযুক্ত আসামিরা কয়েকটি মোটরসাইলে নিয়ে সদলবলে মহড়া দিয়ে পাথর উক্তোলনকারী শ্রমিকদের নিকট পাথর উক্তোলনের জন্য প্রতিদিন তাদেরকে ১০ হাজার টাকা করে চাঁদা দেয়ার জন্য নানাভাবে রাজনৈতিক চাঁপ সৃষ্টি করে। চাঁদা না দিলে শ্রমিকদের পাথর উক্তোলন বন্ধ করে দিয়ে তাদেরকে মামলা-হামলায় হয়রানীরও হুমকি দেয়া হয়।’

বাগলীর শ্রমিক জিয়াউর (৩৭) ও নারী শ্রমিক রতন বালা (৪৬) বললেন, কয়েক মাস ধইরাই নেতা জাভের -সেলিম প্রতি ট্রলি পাথরের জন্য ১০০ টেহা (টাকা) করে চাঁদাদাবি করতাছে, অখন নতুন করে রোজ (প্রতিদিন) সব শ্রমিক মিইল্ল্যা নেতারা (তাদেরকে) ১০ হাজার টেহা করে চাঁদা দেয়ার জন্য হুমকি দিয়া গেছে।

Manual5 Ad Code

তারা আরো বলেন, আমরা গরীব মানুষ এক ট্রলি পাথর সারাদিন তুলি, হেই পাথর ২৫০ থেকে ৩০০ টাকা বেচি(বিক্রি) করি, এই টেহা দিয়া ঠিকমত ঘরে চাল তেলই কিনবার পারি না, চাঁদার টাকা দিমু কেমনে, তাই পাথর তোলাও আইজ কয়দিন ধইরা বন্ধ।’

উপজেলার শ্রীপুর উওর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম ইকবাল রবিবার বললেন, রাজনৈতিকভাবে হয়রানীর জন্যই এ ধরণের একটি সাজানো মিথ্যা মামলা আমাদের ওপর দায়ের করানো হয়েছে।’

Manual2 Ad Code

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ সভাপতি জাভির আহমদ জাভের রবিবার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বললেন, আমার এক আত্মীয়ের জায়গার ওপর দিয়ে শ্রমিকরা পাথর আনতে গেলে সে বাঁধা দেয় ওই ঘটনা শুনে নিষ্পত্তি করতে গেলে আমার ওপর মিথ্যা মামলা দায়ের করা হয়।’

তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার রবিবার মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী চেষ্টা অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..