সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৪ঠা রমজান, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৭
Sharing is caring!
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট শহরতলী খাদিমপাড়ায় চাঁদাবাজদের সন্ত্রাসী হামলায় নারীসহ ৪জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে রস্তুমপুর গ্রামের মুজিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আব্দুস সালাম (৪৫) ও খোরশেদা বেগমকে (৩৫) গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এসএমপির শাহপরাণ (র.) থানায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগে প্রকাশ, একই রস্তুমপুর গ্রামের ইদন ‘ডাকাত’ ও আনা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী বাড়ির মালিক মুজিবুর রহমানের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে বাড়িতে ভাড়াটিয়া রাখতে পারবে না বলে তারা জানিয়ে দেয়। মুজিবুর রহমান চাঁদা দিতে অপরগতা প্রকাশ করায় ইদন ও আনা ক্ষিপ্ত হয়ে উঠে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে দলবল নিয়ে ইদন ও আনা বাড়িতে হামলা চালায়। হামলায় নারী-শিশুসহ ৪জন আহত হন। খবর পেয়ে বাড়ির মালিক মুজিবুর রহমান ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাকেও লাটিপেটা দিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী হাসপাতারে প্রেরন করলে আব্দুস সালাম ও খোরশেদা বেগমতে ভর্তি করা হয় এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় এসএমপি’র শাহপরাণ (র.) থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাড়ির মালিক মুজিবুর রহমান।
………………………..
Design and developed by best-bd