সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ’র সুস্থতা কামনায় সিলেট জেলা মহিলাদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রোববার বাদ আছর জেলা মহিলাদলের সাধারণ সম্পাদীকা কাউন্সিলর সালেহা কবির শেপির বাসভবনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের নেতৃবৃন্দ।মিলাদ পরবর্তী দোয়া মাহফিলে তার আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া ও মোনাজাত করেন নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহলিাদলের সাধারণ সম্পাদীকা কাউন্সিলর সালেহা কবির শেপি, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জহুরা জেসমিন, সহ-সভাপতি তাহছিন শারমিন তামান্না, সাংগঠনিক সম্পাদক আমেনা বেগম রুমি, সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা বখত রাহেনা, সদস্য মিলি আক্তার, রুবি বেগম, সায়মা, সাবিনা আক্তার, হনুফা বেগম, রিটা, মিলনি বেগম, ফিরোজা আক্তার, আফিয়া বেগম, মনু বেগম, দিলারা বেগম, স্বপ্ন আক্তার ও রুশানা বেগম।
Sharing is caring!