সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৭
Sharing is caring!
আগামী ৪ নভেম্বর সিলেট থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট (বিপিএল) পঞ্চম আসর। ২০১২ সাল থেকে ঘরোয়া ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগ আয়োজন করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের গত চার আসরে কখনো ডিজিটাল প্যারামিটার ব্যবহার করে নি বিসিবি। তবে পঞ্চম আসর থেকে দেখা যাবে এই প্রযুক্তির ব্যবহার। যার শুরু হবে সিলেট বনাম ঢাকার ম্যাচ দিয়ে।
মূলত বিপিএলকে দর্শক-খেলোয়াড়দের কাছে আরও উপভোগ্য করে তুলতে ডিজিটাল প্যারামিটার ব্যবহারের ঘোষণা দেয় বিসিবি। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ডিজিটাল প্যারামিটার ব্যবহারের ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আগের চেয়ে বিপিএল অনেক বদলেছে। মাঠে এখন উন্নত প্রযুক্তির ব্যবহার চলে এসেছে। ডিজিটাল প্যারামিটার তেমনিই একটা সংযোজন। এবারের আসরের শুরু থেকেই ডিজিটাল প্যারামিটার ব্যবহার করা হবে।
………………………..
Design and developed by best-bd