সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩
স্পোর্টস ডেস্ক: বিপুল অঙ্কের বেতনে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ফিরিয়ে আনছে বিসিবি। তার চলে যাওয়ার সময় অনেক নাটক হয়েছিল। সম্পর্ক ভালো ছিল না ক্রিকেটারদের সঙ্গে। বাংলাদেশ থেকে যাওয়ার পর কোথাও ভালো করতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের ধারণা, জাদুর কাঠি না থাকলে হাথুরুকে আনা সম্ভব নয়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাহউদ্দিন বলেন, ‘হাথুরুর কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে। তা না হলে যে চলে গেছে, তাকে আবার আমরা আনব কেন। আপনারাই ভালো বলতে পারবেন। তবে নিশ্চয়ই সবাই আশা করে অনেক ভালো ফল হবে।’
সহকারী কোচ হিসাবে কারা ভালো হবেন জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘যারা বোর্ডের সঙ্গে আছেন তাদের নিলে ভালো হয়। তারা অনেক দিন ধরে বোর্ডে আছেন। বিভিন্ন কোচের সঙ্গে কাজ করছেন। তারা হাথুরু সম্পর্কেও জানেন।’ নিজে সহকারী কোচ হতে চান কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ডেভেলপমেন্টের ছেলেদের চিনি না। এইচপির ছেলেদেরও চিনি না। একটা জায়গায় কাজ করতে হলে জ্ঞান থাকা লাগবে।
হাথুরুসিংহের মানসিকতা কেমন, সে কেমন কোচ, আমি জানি না। বয়সও একটা ব্যাপার। আমি ৫-১০ বছর ধরে প্রধান কোচ। এখন সহকারী হতে পারব কি না সেটাও দেখতে হবে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd