সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ সাগর রিকমন (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসায়ী। গতকাল শনিবার সকালে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাগর রিকমন বরমচাল চা বাগানের দুলন রিকমনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে- গতকাল শনিবার সকালে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মতিলাল বিশ্বাসের হোটেলের সামনে থেকে সাগরকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ মো. আব্দুছ ছালেক বলেন- আটককৃত সাগরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd