ঢাকায় চুরি হওয়া গাড়ি হবিগঞ্জে উদ্ধার

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

ঢাকায় চুরি হওয়া গাড়ি হবিগঞ্জে উদ্ধার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাদবপুরে ঢাকা থেকে চুরি হওয়া একটি প্রাইভেট গাড়ি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ডিবি (উত্তর)। এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

বুধবার (৩১ আগস্ট) দুপুরে ডিবি উত্তরার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৭ জুলাই উত্তরার ৭ নং সেক্টরের হাইকেয়ার জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি প্রাইভেটকার চুরি হয়। এ ঘটনায় ২৮ আগস্ট উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। যার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি উত্তরার সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমকে।

গত ২৯ আগস্ট সন্ধ্যায় উত্তরার জমজম টাওয়ারের সামনে থেকে আলীম নামের একজনকে গ্রেফতার করা হয়। আর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ আগস্ট সকালে হবিগঞ্জের মাধবপুর থানার বাজার থেকে এক্স করোলা (X COROLLA) মডেলের চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-১৫-২৭৬২ এবং চেসিস নং এনজেড১২১-৩২৯০১১৭ (NZE121-3290117)।

Manual6 Ad Code

গোয়েন্দা কর্মকর্তা বলেন, সেখানে আরও একটি এক্সই-স্যালুন করোলা (XE-SaLoon COROLLA) মডেলের প্রাইভেটকার পাওয়া যায়, যার কোনও বৈধ কাজগপত্র সে দেখাতে পারেনি। জব্দ করা এই প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো গ-১৩-৮২৮৮ এবং চেসিস নং ইই১১১-৫০২৫০৫২ (EE111-5025052)।

Manual8 Ad Code

ডিএমপির উত্তরা পশ্চিম থানার মামলায় গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

ক্রাইম সিলেট/রায়হান

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..