সিলেটে মহাসড়কের কাজে ধীরগতি : প্রয়োজনের তুলনায় সার্ভেয়ার কম

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২২

সিলেটে মহাসড়কের কাজে ধীরগতি : প্রয়োজনের তুলনায় সার্ভেয়ার কম

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক: গুরুত্বপূর্ণ সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হচ্ছে। সিলেট-তামাবিল মহাসড়ক হচ্ছে চার লেন। এর বাইরে সিলেটের চৌকিদেখী-বিমানবন্দর সড়কও চার লেনে উন্নীত করা হচ্ছে এবং বাদাঘাট বাইপাস নির্মাণ প্রক্রিয়াও চলমান। কিন্তু এসব প্রকল্পের কাজ অনুমোদনের পর বছরখানেক পেরিয়ে গেলেও হয়নি অগ্রগতি। কাজে ধীরগতি রয়েছে। এর অন্যতম কারণ, জমি অধিগ্রহণ সম্পর্কিত জটিলতা। সিলেটে প্রয়োজনের তুলনায় খুবই কম সংখ্যক সার্ভেয়ার নিয়োজিত থাকায় জমি অধিগ্রহণের জটিলতা কাটছে না। এতে দীর্ঘায়িত হচ্ছে কাজ।

Manual7 Ad Code

 

বিষয়টি অবগত হয়ে সিলেটে প্রয়োজনীয় সংখ্যক সার্ভেয়ার নিয়োগ দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপির কাছে আধা সরকারিপত্র (ডিও) লিখেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র সিলেটভিউকে নিশ্চিত করেছে, গত ১৪ আগস্ট ড. মোমেন এই পত্র লিখেছেন।

আধা সরকারিপত্রে পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘সম্প্রতি সিলেট জেলায় সিলেট-ঢাকা ছয় লেন, সিলেট-তামাবিল চার লেন, বাদাঘাট বাইপাস এবং চৌকিদেখী-এয়ারপোর্ট চার লেন করণের কাজ অনুমোদন হয়েছে। অনুমোদনের পর ইতিমধ্যে বছরখানেক সময় পার হয়েছে। কিন্তু বিশেষ অগ্রগতি হয়নি। কাগুলো অত্যন্ত ধীরগতিতে অগ্রসর হচ্ছে। এর একটি বড় কারণ হলো জমি অধিগ্রহণ সম্পর্কিত জটিলতা।’

Manual6 Ad Code

‘সিলেট জেলা প্রশাসনের চিঠির মারফত জানতে পারলাম, সিলেট জেলায় ৩১টি কানুনগো পদ খালি আছে এবং প্রকৌশলীরা জানিয়েছেন সিলেটে শুধুমাত্র দুইজন কানুনগো বর্তমানে কর্মরত রয়েছেন। সিলেট-ঢাকা ছয় লেনের ৯২ কিলোমিটার, সিলেট-তামাবিল চার লেন মহাসড়কের ৫৭ কিলোমিটার এবং বাদাঘাট বাইপাসের ১২ কিলোমিটার রাস্তার কাজ সমাধা করার জন্য এখানে মাত্র দুইজন সার্ভেয়ার নিয়োজিত রয়েছেন। কর্মরত এই দুইজন সার্ভেয়ারের পক্ষে কাজটি সম্পন্ন করতে দীর্ঘদিন লাগবে এবং তাতে রাস্তাগুলো প্রস্তাবিত ২০২৫ সালের মধ্যে কোনভাবেই শেষ করা সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে। এর ফলে সরকারের একদিকে যেমন খরচ বাড়বে, অপরদিকে জনগণ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হবে।’

Manual2 Ad Code

ভূমিমন্ত্রীর কাছে ড. মোমেন আরও লিখেছেন, ‘বিদ্যমান এই সমস্যা সমাধানে সিলেট জেলায় প্রয়োজনীয় সার্ভেয়ার নিয়োগে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। সার্ভেয়ার নিয়োগ প্রক্রিয়া জটিল হলে অন্য জেলা থেকে সাময়িকভাবে সার্ভেয়ার এনে সিলেটের ভূমি অধিগ্রহণ সমস্যার আশু সমাধানে আপনার পদক্ষেপ প্রয়োজন।’

পর্যটন নগরী সিলেট ভ্রমণে জনগণের দুর্ভোগ লাঘব, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং সরকারি ব্যয় সাশ্রয়ের স্বার্থে ওই সড়কগুলোর কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার জন্য জমি অধিগ্রহণ সম্পর্কিত জটিলতা নিরসনে দ্রুত সার্ভেয়ার নিয়োগ বা পদায়নের জন্য সাইফুজ্জামন চৌধুরীকে অনুরোধ করেছেন ড. এ কে আবদুল মোমেন।

ক্রাইম সিলেট/রায়হান

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2022
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..