বড়লেখায় মানবাধিকার কর্মী দম্পতিকে হত্যা চেষ্টা : ৫ আসামীর ২ বছরের সাজা

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২

বড়লেখায় মানবাধিকার কর্মী দম্পতিকে হত্যা চেষ্টা : ৫ আসামীর ২ বছরের সাজা

Manual1 Ad Code

আবু আহমেদ উবায়দা, অতিথি প্রতিবেদক: বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মানবাধিকার সংগঠন ‘সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি’র সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ ও তার স্ত্রী আয়শা আক্তারকে হত্যার চেষ্টা মামলায় ৫ আসামীকে ২ বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে।

 

রোববার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। এসময় সাজাপ্রাপ্ত ৫ আসামীদের ৪ জন আদালতে উপস্থিত ছিলেন। অপর সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কাদির দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে।

Manual8 Ad Code

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- বড়লেখা পৌরসভার পাখিয়ালার মৃত আরজদ আলীর ছেলে আব্দুস সহিদ, আব্দুল হাছিব, আব্দুল লতিফ ও মূছেগুল গ্রামের ছাপ্পাই আলীর ছেলে ফখর উদ্দিন।

Manual3 Ad Code

মামলার বিবরণে জানা গেছে, ‘সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি’র সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ বড়লেখা উপজেলার মূছেগুল গ্রামের মৃত সফিউল্লাহর মেয়ে আয়শা আক্তারকে বিয়ে করে শ্বশুড়বাড়িতে বসবাস করেন। স্ত্রী ও শ্বাশুড়ির রেজিয়া বেগমের সাথে আসামীদের জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। তারা প্রায়ই আব্দুল্লাহ আল মাসুদের শ্বশুড় বাড়ির ভুসম্পত্তি জবর দখলের অপচেষ্ঠা চালাতে থাকে। গত ২০২০ সালের ৩ ফেব্রুয়ারী দুপুরবেলা সঙ্গবদ্ধভাবে আসামীরা আব্দুল্লাহ আল মাসুদের স্ত্রী আয়শা আক্তার ও শ্বাশুড়ি রেজিয়া বেগমকে হত্যার উদ্দেশ্যে ঘরে ঢুকে অতর্কিত হামলা চালায়। দা, মুগোর ও লাঠি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। এতে তারা ৩জনই গুরুতর আহত হন। এঘটনায় আহত আয়শা আক্তার হামলাকারী ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা (সিআর-৩২/২০) করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. ইকরাম হোসেন জানান, সিআর-৩২/২০ মামলার রায়ে বিজ্ঞ আদালত ৫ আসামীর ৫ জনকেই দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। এদের একজন পলাতক।

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডটকম/ রায়হান

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..