সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মহানগর স্বেচ্ছাসবেক দলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের (৪৩)-সহ দুজনকে র্যাব-৯ ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে দরগাহ গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আবু তাহের নগরীর পূর্ব পীরমহল্লা এলাকার নাজিম উদ্দিন আক্তারের ছেলে। অপর আটক মো. বেলায়েত হোসেন নগরীর রাজারগল্লি এলাকার মৃত এমদাদ হোসেনের ছেলে। আটককালে তাদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল জব্দ করে র্যাব-পুলিশ।
পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (২৮ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো. তাহেরের যন্ত্রণায় অতিষ্ঠ গোয়াইনঘাট উপজেলার খাগাইলবাসী। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ওই এলাকায় দাপিয়ে বেড়ান। এ বিষয়ে গোয়াইঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd