কোম্পানীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২

কোম্পানীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে উপজেলা সভা কক্ষে বৃহস্পতিবার (২৮ জুলাই) এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং। প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা লুৎফুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল হক, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবয়ান কর্মকর্তা বিদ্যুৎ কান্তি,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, ইসলামপুর পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা আকবর রেদওয়ান মনা।

Manual7 Ad Code

কর্মশালায় বক্তারা তামাক ও তামাকজাত দ্রব্যাদির কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং তামাক নিয়ন্ত্রণ আইনের বিধি-বিধান তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির জন্য কর্মশালায় অংশগ্রহনকারীদের আহ্বান জানান। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তারা অংশগ্রহন করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..