জামাল উদ্দিন বাদশার বিরুদ্ধে বিএনএ সভাপতির জিডি

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২

জামাল উদ্দিন বাদশার বিরুদ্ধে বিএনএ সভাপতির জিডি

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: নিজেকে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এর মহাসচিব দাবি করে সভা আহবান করায় মো. জামাল উদ্দিন বাদশা নামের এক নার্স নেতার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনএ সভাপতি খাঁন মো. গোলাম মোরশেদ। জিডিতে মো. জামাল উদ্দিন বাদশাকে বিএনএ’র ভুয়া মহাসচিব উল্লেখ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। বুধবার রাজধানীর শাহবাগ থানায় তিনি এ সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং ১৭৫১ (২৭-০৭-২০২২)।

জিডিতে বলা হয়, কতিপয় স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত, বিদ্বেষ প্রসূতভাবে এই সংগঠনের (বিএনএ) নতুন কার্যকরী কমিটিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে কর্তৃত্ব বহির্ভূতভাবে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এর প্যাড ব্যবহার করে রাজধানীর নীলক্ষেতে আই.সি.এম.এ.বি ভবনে আলোচনা সভা ডেকেছে।

জিডিতে তিনি উল্লেখ করেছেন- কতিপয় স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত, বিদ্বেষ প্রসূতভাবে এই সংগঠনের (বিএনএ) নতুন কার্যকরী কমিটিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে গত ২৬ জুলাই কর্তৃত্ব বহির্ভূতভাবে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এর প্যাড ব্যবহার করে বিজ্ঞপ্তির মাধ্যমে আলোচনা ও মতবিনিময় সভা আয়োজন করে। যার কোন আইনগত ভিত্তি নেই।

জিডিতে বলা হয়, বিএনএ’র (রেজি নং ৪১২২-বি) বর্তমান মহাসচিব ইসরাইল আলী। অথচ জনৈক মো: জামাল উদ্দিন বাদশা নিজেকে মহাসচিব হিসেবে দাবি করে বেআইনিভাবে এই সভার আয়োজন করেছে।

Manual4 Ad Code

এদিকে, গত ২৬ জুলাই বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (রেজি নং ৪১২২-বি) এক প্যাডে জয়েন্ট স্টক কোম্পানীকে খাঁন মো. গোলাম মোরশেদকে সভাপতি ও ইসরাইল আলীকে মহাসচিব করে গঠিত নতুন কমিটি গঠনের বিষয়ে অবহিত করা হয়। এতে বলা হয়- বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, নিবন্ধন নং ৪১২২-বি, জয়েন্ট স্টক কোম্পানি এবং ফার্মস দ্বারা ৫ই নভেম্বর, ১৯৭৩ তারিখে নিবন্ধিত হয়েছে। এই সংগঠনটি ১৯৭৩ সালের ৫ নভেম্বর শুরু হয়েছিল এবং ৪ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত দুর্দান্ত সাফল্যের সাথে চলে। পরবর্তীতে বিভিন্ন সমস্যা ও কিছু স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায়।

Manual5 Ad Code

যেহেতু, আমরা পেশাদার নার্স এবং এই সংস্থাটি একমাত্র নিবন্ধিত জাতীয় নার্সিং সংস্থা। তাই আমরা জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্মের নির্দেশনা এবং মেমোরেন্ডাম অনুসরণ করে সমস্ত আইন ও প্রবিধান অনুসরণ করে এই সংস্থাটিকে পুনরায় চালু করার জন্য সারা দেশে সমস্ত নিবন্ধিত সরকারি এবং বেসরকারি নার্সিং পেশাদারদের সাথে কাজ করছি।

Manual2 Ad Code

উল্লেখ্য যে, এই সংগঠনের কার্যক্রম পুনরায় চালু করার জন্য সকল আইন-কানুন অনুসরণ করে চলতি বছরের ৪ জুলাই ৭১ সদস্য বিশিষ্ট একটি নতুন পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমরা ইতোমধ্যে যাত্রা শুরু করেছি।

যেহেতু, আমরা এই সংস্থার দায়িত্ব পেয়েছি, তাই আমরা এখন থেকে নিয়মিত বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সমস্ত অডিট রিপোর্ট এবং রিটার্ন জমা দেব। শুধু তাই নয়, ২৯ জুলাই থেকে আমরা নতুন সদস্য তৈরির পাশাপাশি শাখা কমিটি, জেলা কমিটি এবং বিভাগীয় কমিটির নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচনের কাজ করব।

সারা বাংলাদেশের সকল শাখা কমিটি, জেলা কমিটি এবং বিভাগ ভিত্তিক কমিটি সম্পন্ন হলে আমরা ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হবে বলেও জয়েন্ট স্টককে অবহিত করা হয়। নতুন কার্যনির্বাহী কমিটি গ্রহণের মাধ্যমে প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য জয়েন্ট স্টকের অনুমতি চাওয়া হয়।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..