সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জ উপজেলার ২নং ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সুচনা প্রকল্পের সহযোগীতায় দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকালে ২নং ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মূলত সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সভাপতি ও সদস্য সচিব ইউনিয়ন পরিষদের সচিবকে মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় দুর্যোগ সম্পর্কে সাধারণ ধারণা- এ বিষয়ের উপর আলোচনা করেন সুচনা প্রকল্পের জিসিডিও সাজিদ মিয়া। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফআইবিডিবি নিউট্রিশন অফিসার হানজালা রহমান ।
প্রশিক্ষনার্থীদের মধ্যে ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব,ইউ/পি সদস্য, উদ্যোক্তা, ইমাম, শিক্ষক, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, যুব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্কাউট সদস্য, মৎস্যজীবি,সাংবাদিক প্রতিনিধি ও সুচনা প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
প্রশিক্ষণে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সক্ষমতা সম্পর্কিত প্রস্তুতি ও ধারণা, দায়িত্ব ও কর্তব্য, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন, পরীবীক্ষণ ও মূল্যায়ন, ঝুঁকি হ্রাস, কাঠামো ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম, পুনর্বাসন ইত্যাদি সহ স্বেচ্ছাসেবীদের ভূমিকা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd