সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২২
সিলেটে বিয়ের আটক না করার সিদ্ধান্ত নিয়েছেন সকল হিজড়ারা। সোমবার (২৫ জুলাই) সিলেট হিজড়া কল্যাণ সংস্থার কার্যালয়ে সিলেটের সকল হিজরাদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কোন হিজড়া রাস্তায় বিয়ের গাড়ি আটক করলে গণধোলাই দিয়ে পুলিশের হাতে দরিয়ে দিবেন।
সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি হিজড়াদের গুরুমা সভানেত্রী সুন্দরী হিজড়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন লিপি হিজড়া, কালি হিজড়া, সিলেট হিজড়া বাউল সংগঠনের সভাপতি রাণী মুখার্জী হিজড়া, সিলেট হিজড়া যুব সংগঠনের সভাপতি সুকতা হিজড়া, পায়েল হিজড়া, রুবেল হিজড়া সহ প্রমূখ।
এসময় হিজড়ারা বলেন, শুভ কাজে কাউকে আমারা বাধা দিতে চাইনি। দেশের কোন জেলার হিজড়ারা বিয়ের গাড়ি আটক করেন না। শুধু আমাদের সিলেটেই বিয়ের গাড়ি আটক করা হয়। এটা আমাদের জন্য লজ্জার। বাধ্য হয়ে আমরা বিয়ের গাড়ি আটকিয়ে কিছু টাকা নিয়ে খাবার খাই। তাই আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি সিলেটের কোন হিজড়া রাস্তায় দাড়িয়ে বিয়ের গাড়ি আটক করবে না। শুধু মাত্র বিয়ের সেন্টারে গিয়ে মানুষের কাছে দান চাইবে। তাই দয়া করে কেউ বিয়ের সেন্টারে আমাদের হিজড়াদের খালি হাতে হাতে ফেরৎ দিবেন না এবং কোন প্রকার খারাপ ব্যবহার করবেন না। আমরাও মানুষ আমরাও সমাজে বেচেঁ থাকতে চাই। বিয়ের সেন্টার ছাড়া রাস্তায় কোন হিজড়া বিয়ের গাড়ি আটক করলেই আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এতে কোন হিজড়া কোন ধরণের প্রতিবাদ করবে না। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd