সিলেট ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২২
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। ভূমিদস্যুদের এ হামলা গর্ভবতী নারী সহ ৪জন গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সকাল ১১ টার দিকে পাইকরাজ গ্রামে এলাকার দখলবাজ ভূমিদস্যু সুরুজ মিয়ার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
হামলায় আহতরা হলেন, পাইকরাজ গ্রামের উস্তার মিয়া, তেরা মিয়া, গর্ববর্তী নাজমা বেগম ও আফসা বেগম।
জানা গেছে, ভূমিদস্যু সুরুজ মিয়ার দীর্ঘদিন যাবৎ একটি নিরোহ পরিবারের ভূমি জবর দখল করে বসবাস করছে। এ নিয়ে এলাকার স্থানীয় শালিস ব্যাক্তিগণ একাধিকবার সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু ভূমিদস্যু সুরুজ মিয়া এসবের কোন তোয়াক্কা করেনি। এমনকি এলাকার কোন শালিস মানতে চায় না।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিদস্যু সুরুজ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd