গোয়াইনঘাটে যুবক হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ১২

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২

গোয়াইনঘাটে যুবক হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ১২

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাটে আব্দুল কাদির নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত লুৎফুরসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকান্ডে ব্যবহৃত একটি অস্ত্রও জব্দ করেছে পুলিশ।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গোয়ানইঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে শুক্রবার রাত আটটার দিকে আব্দুল কাদিরকে গলা কেটে হত্যা করা হয়। পরে সন্ত্রাসীরা নিহত আব্দুল কাদিরের বসতঘরেও অগ্নিসংযোগ করে করে। এ ঘটনায় নারীসহ আরো অন্তত ৭-৮ জন আহত হন।

Manual6 Ad Code

নিহত কাদির উপজেলার গোয়াইনঘাট সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে। ওই রাতে ও শনিবার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে লুৎফুরসহ ১২ জন আসামিকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়াইনঘাট থানার লাবু গ্রামের আতাউর রহমানের ছেলে শাহীন, হাসান রেজা ছেলে লুৎফুর, আবুল খায়েরের ছেলে বেলায়েত হোসেন, সোনা মিয়ার ছেলে কাজী কামাল, আব্দুর রহমানের ছেলে আব্দুন নুর, কুতুব উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (২২),আব্দুস সোবাহানের ছেলে হাবিবুল্লাহ মিসবাহ (২৫), আব্দুস সালামের ছেলে অলিউল্লাহ (১৫), আব্বাস উদ্দিনের ছেলে আলী হোসেন ও আলম হোসেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া মুখপাত্র মো. লুৎফর রহমান বলেন, গোয়াইনঘাটের ঘটনা সাথে জড়িত এখন পর্যন্ত ১২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ে আইনের আওতায় আনা হবে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..