গোয়াইনঘাটে বৃদ্ধ হত্যা: প্রধান আসামীসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

গোয়াইনঘাটে বৃদ্ধ হত্যা: প্রধান আসামীসহ গ্রেপ্তার ৩

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটে অরেশ নমসুদ্র হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবগাত (২৬ জুন) রাত ১২টার দিকে উপজেলার গোয়াইন গ্রামের ছয়ফুল আলমের ছেলে সুহেল মিয়া ও চেরাগ আলীর ছেলে শাহনুর মিয়াকে গ্রেপ্তার করে গোয়াইনঘাট থানাপুলিশ।

এর আগে শনিবার ভোররাতে সীমান্তবর্তী হোয়াপাড়া এলাকা হতে ঘটনার সঙ্গে জড়িত পিরিজপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে বিলাল উদ্দিন (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

খুন হওয়া অরেশ নমশূদ্র (৬৬) গোয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামের নয়ান নমশূদ্রের ছেলে। শুক্রবার (২৪ জুন) রাত ৮টার দিকে গোয়াইন গ্রামের মো. জমির উদ্দিনের দোকানের সামনের রাস্তায় অরেশের উপর হামলার ঘটনা ঘটে এবং শনিবার তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual5 Ad Code

সিলেট জেলা পুলিশের মিডিয়া শাখা জানায়, গোয়াইনঘাটে চাঞ্চল্যকর অরেশ নমসুদ্র হত্যা মামলার ঘটনায় জড়িত মূল আসামিদের গ্রেফতারে গোয়াইনঘাট থানাপুলিশ সাড়াশি অভিযান পরিচালনা করে। তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ভোররাত ৪টায় সীমান্তবর্তী হোয়াপাড়া এলাকা হতে ঘটনার সঙ্গে জড়িত বিলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১২টার দিকে অপর দুই আসামি সুহেল মিয়া ও শাহনুর মিয়াকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অরেশ নমশূদ্র তার বাড়ি হতে বাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে স্থানীয় জমিরের দোকানের সামনে সুহেল, শাহনুর, মিলাদ ও বিলালদের আড্ডা দিতে দেখেন। এ সময় বিলাল অরেশ নমশুদ্র-কে ডাক দিয়ে কথা বলার একপর্যায়ে সুহেল তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সকলে মিলে অরেশকে তাদের সাথে থাকা মেগলাইট ও লাঠি দ্বারা উপুর্যপুরি আঘাত করলে তার মাথার ডান পাশ, দুই চোখ, নাক, থুতনিতে মারাত্মক জখমপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত দেড়টার তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের মেয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ প্রসঙ্গে সিলেট জেলার মিডিয়া মুখপাত্র জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় সিলেট জেলার গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ থানা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বানভাসি মানুষকে উদ্ধারের পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সিলেট জেলাপুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2022
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..