সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেছেন, সাম্প্রতিক বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের ভয়াবহ বন্যার মুখে গোয়াইনঘাটের মানুষ।
বন্যা পরিস্তিতি ক্রমশই ভয়াল আকার ধারণ করছে। পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে হাজার হাজার পরিবার। মানবতার ডাকে সাড়া দিয়ে এই কঠিন পরিস্তিতিতে বন্যা কবলিত মানুষের পাশে সামর্থবানদের সাধ্যমত এগিয়ে আসা উচিত।
তিনি বৃহস্পতিবার দিনভর গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থানে বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ কালে উপরোক্ত কথাো বলেন। এ দিন তার উদ্যোগে প্রায় ৩ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, যুবদল নেতা এম ওয়ারিস প্রমূখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd