জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন গোয়াইনঘাট থানার জামাল মিয়া

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২২

জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন গোয়াইনঘাট থানার জামাল মিয়া

Manual5 Ad Code

মো. আলী হোসেন, গোয়াইনঘাট :: দ্বিতীয় বারের মতো সিলেট জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানা পুলিশের এএসআই জামাল মিয়া। সিলেট জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর কাছ থেকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় বিশেষ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন তিনি।

রবিবার সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিতব্য মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালচনা সভায় পরোয়ানা তামিল ও মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখা ছাড়া ও বিভিন্ন অপরাধের আসামী গ্রেফতার করায় সিলেট জেলার মধ্যে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় সিলেট জেলা পুলিশের মে মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এ সম্মাননা প্রদান করেছেন। পরোয়না তামিলে সফলতাসহ সার্বিক ভাল কাজের জন্য এএসআই জামাল মিয়াকে জেলার সেরা এএসআই হিসাবে নির্বাচিত করা হয়েছে। জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, সকল পুলিশ সদস্যকে বাহিনীর মর্যাদা সমুন্নত রেখে পেশাগত দায়িত্ব পালনে আরো নিষ্ঠাবান হতে হবে। অপরাধ ও অপরাধী দমনে সমাজের সর্বস্থরের নেতৃবৃন্দকে পুলিশি সহায়তায় মনোনিবেশ করতে হবে।

Manual6 Ad Code

এ ব্যাপারে এএসআই জামাল মিয়া প্রতিবেদকে বলেন, থানার সুযোগ্য অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম’র সঠিক নেতৃত্বের কারণে এবং ইনস্পেক্টর তদন্ত উমর ফারুক মোড়ল’র দিক নির্দেশনায় ও গোয়াইনঘাটবাসীর ঐকান্তিকতার ফলস্রতিতে এ সম্মাননা পেয়েছি। এভাবেই সর্বমহলের সহযোগিতা অব্যাহত থাকলে গোয়াইনঘাটের ভূ-খণ্ডে সকল প্রকার অপরাধ নির্মূলে আরোও নিরংকুশ দায়িত্ব পালনে অপরাপর সহকর্মীরাও উদ্বুদ্ধ হবে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2022
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..