সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২২
জসিম উদ্দিন :: সিলেটের জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন এর উদ্যোগে এলাকার বিভিন্ন মাদাসা ও শিক্ষা প্রতিকষ্ঠানে চলছে এওয়ারনেস/ জনসচতেনতা মূলক প্রোগ্রাম। শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রেগ্রাম অব্যাহত রেখেছে পুলিশ। সম্প্রতি জকিগঞ্জ থানার একটি মাদ্রাসা ছাত্রসহ কয়েকজন শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটে। এ সব ঘটনার প্রেক্ষিতে থানা পুলিশ এসব প্রোগ্রামের আয়োজন করছে।
থানা পুলিশের বিট ভিত্তিক কার্যক্রম “শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সাধারণ মানুষকে নিয়ে সচেতনতা তৈরি” শীর্ষক অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল শনিবার ৪ জুন জকিগঞ্জ থানাধীন জামেয়া ইসলামিয়া দুরুস সুন্নাহ মাদ্রাসা ও থানাবাজার দাখিল মাদ্রাসায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, এবং বিট াফিসার এসআই মোহন রায়। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd