সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুন ৪, ২০২২
সিলেট :: সিলেট মহানগর শ্রমিক দলের নব-নির্বাচিত আহ্বায়ক মো: আব্দুল আহাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। (৪ জুন) শনিবার বিকালে পুরাতন পুলের মুখে মহানগর হকার্স দল পুলের মুখ শাখার উদ্যোগে ফুল দিয়ে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
হকার্স দল নেতা রফিক আহমদের সভাপতিত্বে ও হকার্স দল নেতা মনু মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর হকার্স দলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইশরাত জাহান খোকন, ছালেক আহমদ সহ সর্বস্তরের হকার্স দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে মহানগর শ্রমিক দলের নব নিবার্চিত আহ্বায়ক মো: আব্দুল আহাদ বলেন, দল আমাকে পরিক্ষিত নেতা হিসেবে মনোনীত করেছে। আমি দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাই। যাতে দলের প্রতিটি নির্দেশ পালন করে দলকে শক্তিশালী করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd