সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুন ২, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরের হুমায়ুন রশিদ চত্বরের শাহজালাল ব্রিজের সামনে চলন্ত প্রাইভেটকারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২জুন) দুপুর আড়াইটার দিকে হুমায়ুন রশিদ চত্বর-উপশহর সড়কের শাহজালাল ব্রিজ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, প্রাইভেটকারের মালিক রাসেল আহমদ। তিনি নগরীর উপশহরের ডি-ব্লকের আব্দুল কাইয়ুমের ছেলে। তিনি জানান, বাসা থেকে প্রাইভেটকার নিয়ে চন্ডিপুলের উদ্দেশ্যে বের হলে শাহজালাল ব্রিজ ক্রস করার সাথে সাথে কার থেকে প্রথমে অল্প ধোঁয়া বের হয়।কিছু সময়ের মধ্যে পুরো কারের আগুন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, হুমায়ুন রশিদ চত্বর-উপশহর সড়কে প্রাইভেটকরটি উপশহর থেকে আসছিল।এ সময় শাহজালাল ব্রিজ এলাকায় পৌঁছালে হটাৎ প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে ৫ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির বলেন, আমরা খবর পেয়ে দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলি।কেউ হতাহত হননি। আগুনের সূত্রপাত শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd