মৌলভীবাজারে ‘জঙ্গি’ গ্রেফতার

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১

মৌলভীবাজারে ‘জঙ্গি’ গ্রেফতার

Manual5 Ad Code

ক্রাইম ডেস্ক :: পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) মৌলভীবাজার অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের সংগঠক ও সক্রিয় সদস্য মো. আজিজুর রহমান জাহিনকে (১৯) গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, উগ্রবাদী বই, প্রশিক্ষণ ও কৌশল বিষয়ক ম্যানুয়াল, প্রচারপত্রের সফট কপি, সংরক্ষিত ভিডিও, প্রিন্টেড বই জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (২৫ আগস্ট) ভোরে মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

Manual8 Ad Code

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কৌশলগত কারণে গ্রেপ্তারের বিষয়টি তাৎক্ষনিক জানানো হয়নি। মৌলভীবাজার সদর থানায় ঘটনার দিনেই মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Manual4 Ad Code

মো. আজিজুর রহমান জাহিন মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মো. আতাউর রহমান এর ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্র।

পুলিশ সুপার আরও জানান, জাহিন অনলাইনে আনসার-আল ইসলামের উগ্রপন্থী মতাদর্শ প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করত। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য বিভিন্ন সিকিউরড অ্যাপসের মাধ্যমে যোগাযোগ রক্ষা করত। বিষয়টি নিয়ে আরও তদন্ত হচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2021
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..